Wings No: 11

বৈশিষ্ঠ্য-
1। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এই প্লট দুটি খুবই লাভজনক।
2। বর্তমান বিঘা দরে ক্রয় করে পরবর্তীতে কাঠাপ্রতি ভালোমুল্যে বিক্রয় করা সম্ভব হবে।
3। সরকারের উন্নয়ন মূলক কাজের প্রয়োজনে এই প্লট দুটির পাশ্ববর্তী জমি অধিগ্রহণ সম্ভাবনা রয়েছে। সেটা না হলেও স্বাভাবিক গতিতে জমির মূল্য বৃদ্ধি পাবে আর যদি সেটাই হয় সেক্ষেত্রে আকস্মিক ভাবে এই জমির মূল্য বহুগুন বেড়ে যাবে।