Mission & Vision

Mission & Vision

আলহামদুলিল্লাহ। ২০২১ সালের জুলাই মাসে সাতক্ষীরা জেলাব্যাপী নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের আবাসন সংকট নিরসনে "100 Wings" ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হওয়া Pure Development for Future (PDF) এর প্রতিষ্ঠার ১৫ তম মাসে ১৬ তম Wings পদার্পণ করলো।প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির বছরের কর্ম পরিকল্পনার নামই '100 Wings' যার বাংলা অর্থ 'শতডানা' এখানে শতডানা বলতে বোঝানো হয়েছে ১০০ টি প্রকল্পকে, যেটি আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে তার ভিশন 'Hundred Wings' বা 'শতডানা' অর্থাৎ ১০০ তম প্রকল্পে টাচ করার নিমিত্তে অবিরত কাজ করে যাচ্ছে তাই সাতক্ষীরা জেলা শহরে আপনাদের যে কারোরই রিজনেবল দামে নিষ্কন্টক জমি কিংবা প্লটের প্রয়োজন হলে যোগাযোগ করুন।

 কেন পিওর ডেভেলপমেন্ট থেকে প্লট কিনবেন?
1। তিন পর্চা সম্বলিত, তাই আমাদের সমগ্র জমি নির্ভেজাল ও নিষ্কন্টক।
2। আমাদের প্রতিটি প্লটের সাথে প্রশস্থ রাস্তা বিদ্যমান।
3। আমাদের প্রকল্পগুলি দক্ষ স্থপতি এবং পরিকল্পনাবিদদের পরামর্শে ডিজাইন করা হয়।
4। প্রকল্প সমূহে বিদ্যুৎ লাইন, পানি লাইন, পয়ঃনিষ্কাশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে করা হয়।
5। জমির কাগজপত্রের সাথে বাস্তবে জমির অবস্থানের নিশ্চয়তা।
6। জমির পরিমাণ ঠিক থাকার নিশ্চয়তা।
7। জমির সকল পীঠ দলিল, খতিয়ান সহ যাবতীয় কাগজ ফাইল আকারে বুঝিয়ে দেওয়া হয়।